parbattanews

‘সান চিপস’ উৎপাদনকারীর বিরুদ্ধে বান্দরবানে মামলা

বান্দরবানে বিক্রয় নিষিদ্ধ ‘সান চিপস’ উৎপাদনকারী এবং সরবরাহকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার(২৭ জুন) বান্দরবানে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমানের আদালতে এই মামলাটি দায়ের করেন নিরাপদ খাদ্য পরিদর্শক সুশিলা কর্মকার।
আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ২১ জুলাই এর মধ্যে আসামীদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

অভিযুক্ত আসামীরা হলেন- সান ব্যান্ডের টমেটো টংগু চিপস উৎপাদনকারী প্রতিষ্ঠান কাশেস ফুড প্রোডাক্টসের মালিক তারভিরুল ইসলাম এবং বান্দরবান জেলার পরিবেশক মেসার্স আবু তাহের এন্ড ব্রাদাস এর স্বত্ত্বাধিকারী মো. আবু তাহের।

বান্দরবান জেলা সিভিল সার্জন অফিসের দায়িত্বরপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক সুশিলা কর্মকার জানান, নিয়মিত পরিদর্শনকালে পুলিশ সুপারের কার্যালয়ের পাশ্ববর্তী আনিস কর্নার নামক খাবারের দোকানে নিষিদ্ধ সান ব্রান্ডের টমেটো টংগু চিপস বিক্রয়ের জন্য প্রদর্শিত অবস্থায় দেখা যায়। জিজ্ঞাসাবাদে দোকানদার বলেন মেসার্স আবু তাহের এন্ড ব্রাদাস নিষিদ্ধ চিপস তাদের সরবরাহ করেছেন।
এর আগে ১২মে বিএসটিআই পরীক্ষায় নিম্নমানের প্রমানিত হওয়ায় হাইকোর্ট সান চিপস বিক্রয় এবং সরবরাহ নিষিদ্ধ করেন।

Exit mobile version