parbattanews

সাবেক মার্কিন সেনার ইসলাম গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

রিচার্ড ম্যাককিনি ছিলেন একজন খ্রিস্টান সামরিক অফিসার। তিনি প্রায় ২৫ বছর মার্কিন সামরিক বাহিনীতে চাকরির পর অবসর নেন। ওই সময়টাতে তিনি মুসলমানদের তীব্র ঘৃণা করতেন।

এই ঘৃণা থেকেই তিনি ইন্ডিয়াতে অবস্থিত ইসলামিক সেন্টার উড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছিলেন। পরিকল্পনা মাফিক তিনি নিজের পরিচয় গোপন রেখে সেখানকার মুসলমানদের সঙ্গে ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নেন। একসময় ইসলাম নিয়ে তার ভুল ধারণা ভেঙ্গে যায় এবং ইসলামে ধর্মান্তরিত হন।

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ৯/১১ সন্ত্রাসী হামলায় তালাত হামদানীর ছেলে মোহাম্মদ সালমান হামদানী নিহত হয়। সালমান হামদানী ছিলেন একজন পুলিশ ক্যাডেট। তার মুসলিম বিশ্বাসের কারণে প্রাথমিকভাবে নিহত সালমান সন্দেহের তালিকায় ছিলেন। পরে তাকে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট থেকে পূর্ণ মর্যাদায় সমাধিস্থ করা হয়।

মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে ‘আমেরিকান মুসলিম’ নামে একটি প্রোগ্রামে সালমানের মা তালাত হামদানী ও রিচার্ড ম্যাককিনি তাদের বাস্তব জীবনের গল্প উপস্থাপন করবেন।

Exit mobile version