parbattanews

সামরিক সহযোগিতা প্রশ্নে রাশিয়া ও মিয়ানমারের আলোচনা

মস্কো সফররত মিয়ানমার সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) জেনারেল তুন সোমবার রাশিয়ার ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্ডার ফোমিনের সঙ্গে সাক্ষাত করে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, উভয় পক্ষ সামরিক ক্ষেত্রে পারস্পরিক লাভজনক সম্পর্কের দ্রুত উন্নয়নের বিষয়টি ব্যাপকভাবে খতিয়ে দেখে এবং তারা বিদ্যমান কৌশলগত অংশীদারিত্ব চেতনার আলোকে সামরিক ও সামরিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বিদ্যমান সম্ভাবনাকে সর্বোতভাবে কাজে লাগানোর পরিকল্পনা পুনর্ব্যক্ত করে।

ইন্টারন্যাশনাল আর্মি গেমস-২০২০ ও আর্মি-২০২০ ইন্টারন্যাশনাল টেকনিক্যাল ফোরামে অংশ নিতে মিয়ানমার জেনারেল রাশিয়া সফর করছেন। মস্কোর প্যাট্রিয়ট এক্সিবিশন সেন্টারে ২৩ থেকে ২৯ আগস্ট এই ফোরাম অনুষ্ঠিত হবে।

Exit mobile version