parbattanews

খাগড়াছড়িতে উপেক্ষিত সামাজিক দুরত্ব:বাজার ক্রেতা-বিক্রেতা এবং ইজিবাইকের দখলে

খাগড়াছড়ি বাজারের দৃশ্য: জনসমাগম যেন বেড়েই যাচ্ছে হরহামেশ! দেখার কেউ নেই

করোনাভাইরাসের বিস্তৃতি রোধে খাগড়াছড়িতে চরমভাবে উপেক্ষিত হচ্ছে সামাজিক দুরত্ব। বাজারে হাজারো ক্রেতা ও বিক্রেতা। রাস্তা দখল করে রেখেছে টমটম। ফলে করোনাভাইরাস বিস্তার রোধ নিয়ে শংকা দেখা দিয়েছে জনমনে।

করোনাভাইরাস সংক্রমন রোধে খাগড়াছড়ি জেলা প্রশাসন গত মাসের ২৪ তারিখে খাগড়াছড়ির সকল সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করে। একই সাথে জেলা প্রশাসক প্রতাপি চন্দ্র বিশ্বাস গতকাল (বুধবার) রাতে জরুরী প্রয়োজন ব্যতিত রাস্তায় ইজি বাইক ও সিএনজি পাওয়া গেলে চালক ও যাত্রী উভয়কে দণ্ড প্রদান করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করে ফেসবুক স্ট্যাটাস দেন।

অটো রিক্সা, সিএনজি এবং টমটমে ভরা খাগড়াছড়ি বাজার

কিন্তু বৃহস্পতিবার(২ এপ্রিল) সকালে খাগড়াছড়ি শহর ঘুরে তার কোন প্রভাব চোখে পড়েনি।

বৃহস্পতিবার সকাল থেকে খাগড়াছড়ির প্রধান বাজার ছিল হাজারো ক্রেতা-বিক্রেতার দখলে। তেমনী পৌর শাপলা চত্বরসহ সকল অলি-গলি ও সড়ক ছিল টমটমের দখলে। সকাল ১০ টা নাগাদ প্রশাসানের কোন তৎপরতাও চোখে পড়েনি।

Exit mobile version