করোনা ভাইরাস প্রতিরোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে গুইমারা ও রামগড়ে যৌথ অভিযান

fec-image

মরণ ঘাতক করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশের ন্যায় খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা একযোগে কাজ করছে।

বৃহস্পতিবার সকাল থেকে জোনের আওতাধীন গুইমারা ও রামগড় উপজেলার বিভিন্ন পাড়ায় করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে যৌথ টহল জোরদার করছেন গুইমারা সাবজোন।

এছাড়া বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে, বাজারে নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য স্বাভাবিক রাখাসহ জীবানুনাশকের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে, উপজেলা প্রশাসন ও পুলিশের সাথে একযোগে এ অভিযান পরিচালনা করছে সেনাসদস্যরা।

গুইমারা সাবজোন অধিনায়ক মেজর মো. জুনায়েদ বিন কবিরের নেতৃত্বে বৃহস্প্রতিবার সকাল থেকে গুইমারা উপজেলার জালিয়াপাড়া, রামছু বাজার, মুসলিম পাড়াসহ রামগড় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে যৌথবাহিনী ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, রামগড় উপজেলা নির্বাহী অফিসার আনম বদরুদৌজা, গুইমারা ওসি মো. মিজানুর রহমান, রামগড় ওসি মুহাম্মদ সামছুজ্জামান, গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেমং মারমাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গুইমারা, রামগড়ে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন