parbattanews

সাম্প্রদায়িক সম্প্রীতি সঠিক চিত্র দেখতে পার্বত্য অঞ্চলের মাদ্রাসাগুলোতে আসার আহ্বান: লে. কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সঠিক চিত্র দেখতে হলে সকলকে পার্বত্য অঞ্চলের মাদ্রাসাগুলোতে আসতে হবে। কারণ দেশের কোথাও কোন মাদ্রসায় বৌদ্ধ ধর্মের শিক্ষক নেই। এখানে সম্প্রীতি আছে বলেই মাদ্রাসায় বৌদ্ধ ও হিন্দু ধর্মের শিক্ষকগণ পাঠদান করেন।

বৃহস্প্রতিবার সকালে গুইমারা দাখিল মাদ্রাসার হলরুমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুপারেন্টেন্ড জায়নুল আবদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা সহ স্কুলের  সহকারী শিক্ষক, অভিভাবক ও শির্ক্ষাথীরা উপস্থিত ছিলেন।

এসময় বিশেষ অতিথি মেমং মারমা বলেন, গুইমারা তথা খাগড়াছড়ি আমার মা। আমি যাতে আমার মা ও মায়ের সন্তানদের ভালো রাখতে পারি সেই লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও শিক্ষার বিষয়ে সহযোগিতার এ ধারা সব সময় অব্যাহত থাকব বলেও জানান তিনি।

Exit mobile version