parbattanews

সারাদেশের ন্যায় টেকনাফেও এইচএসসি-আলিম পরীক্ষা শুরু: প্রথমদিনে অনুপস্থিত ৫

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এইচএসসি এবং আলিম পরীক্ষা শুরু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টায় শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে কেন্দ্রগুলো । এ উপজেলায় দু’টি কেন্দ্র বিশেষ কমিটি গঠন করা ও পুলিশের পাশাপাশি ২ প্লাটুন বিজিবির টহল জোরদার ছিল।

সকাল ১০টায় এজাহার বালিকা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন। এদিকে সকাল ১১টায় রঙ্গিখালী মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ কবির হোসেন কেন্দ্র ব্যবস্থপনা কমিটির সাথে বৈঠক করেন। এবারে পুরো উপজেলার ২টি পরীক্ষা কেন্দ্রে মোট ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।

১টি কলেজের পরীক্ষা কেন্দ্রে (এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়) কেবলমাত্র ১টি শিক্ষা প্রতিষ্ঠান (টেকনাফ ডিগ্রী কলেজ) অংশ নিয়েছে । রঙ্গিখালী দাঃ উঃ ফাজিল(ডিগ্রী) মাদ্রাসাা কেন্দ্রে ৩টি প্রতিষ্ঠানের ৬৯পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এতে মাত্র ২ পরিক্ষার্থী অংশ নেয় নি। টেকনাফ এজাহার বালিকা কেন্দ্রে ডিগ্রী কলেজের ১১৯পরীক্ষার্থী অংশ নিয়েছে। এ কেন্দ্রে ৩ পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। উপজেলায় দুই পরীক্ষা কেন্দ্রে ১৮৮পরীক্ষার্থী অংশ নিয়েছে, ৪ ছাত্র ও ১ছাত্রী সহ মোট ৫ পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে কেন্দ্র সচিবগণ নিশ্চিত করেন।

Exit mobile version