parbattanews

সারাদেশে প্রবল বর্ষণ, রাজধানীতে জলাবদ্ধতা

ডেস্ক নিউজ:

গভীর সঞ্চালনশীল মেঘমালার দাপটে সারাদেশে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। সারাদেশে হালকা, মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে।

এদিকে বুধবার মধ্য রাত থেকে বিরামহীন মুষলধারায় বৃষ্টিতে রাজধানী বিপর্যস্ত হয়ে পড়েছে। রাতভর টানা বৃষ্টিপাতে ঢাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় মিরপুর-৬ নম্বর সেক্টর, মোহাম্মদপুর, মতিঝিল, গুলশান-১, কাউলা এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। মগবাজার, মালিবাগ, মিরপুরের শ্যাওড়াপাড়ায় রাস্তায় পানি জমে যাওয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীতে বৃহস্পতিবার সারাদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং শুক্রবার কমে যাবে।

উপকূলবর্তী অঞ্চল চট্টগ্রাম, কঙবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রাখতে বলা হয়েছে। একই সঙ্গে খুলনা, পটুয়াখালী, নোয়াখালীতে দুই নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
 
উপকূলীয় অঞ্চলে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Exit mobile version