সার্বিয়াকে হারিয়ে নকআউট পর্বে সুইজারল্যান্ড

fec-image

চলমান কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সার্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। দুই জয়ে ব্রাজিলের সমান ৬ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে গ্রুপের দ্বিতীয় হয় তারা। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ পর্তুগাল।

কাতারের ৯৭৪ স্টেডিয়ামে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে বল দখল ও আক্রমণে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলেনি। ২০ মিনিটের মাথায় গোল পায় সুইজারল্যান্ড। সার্বিয়ার ডি বক্সের ভেতর রদ্রিগেজের বুলেট গতির শটে বল পান ডি সো। তিনি পাস দেন দলের অন্যতম সেরা তারকা জারদান শাকিরিকে। বক্সের ডান প্রান্ত থেকে বাম পায়ের শটে জালের দেখা পান এই তারকা। এ নিয়ে সবশেষ তিন বিশ্বকাপেই গোলের মুখ দেখলেন শাকিরি।

৬ মিনিট পর সমতা আনে সার্বিয়া। দুসান তেডিচের পাস ধরে ডি বক্সের ভেতর থেকে হেড নেন আলেক্সান্দার মিত্রোভিচ। তার হেডে বল সুইসদের জালে প্রবেশ করে। এ নিয়ে জাতীয় দলের হয়ে শেষ ৭ ম্যাচে ৮ গোল করলেন মিত্রোভিচ। প্রায় দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে সার্বিয়া। এবার গোল করেন দলপতি দুসান ভ্লাহোভিচ।

বিরতির কিছুক্ষণ আগে সুইজারল্যান্ড ম্যাচের স্কোরলাইন ২-২ করেন। এবার গোল করেন ব্রিল এম্বোলো। ২-২ সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পর (৪৮ মিনিটে) ফের এগিয়ে যায় সুইসরা। ভারগাসের অ্যাসিস্টে গোল করে স্কোর ৩-২ করেন রেমো ফ্রেউলার।

দ্বিতীয়বার এগিয়ে যাওয়ার পরে রক্ষণ আরও মজবুত করে সুইজারল্যান্ড। সার্বিয়া অনেক চেষ্টা করলেও সেই রক্ষণ ভাঙতে পারছিল না। অনেক চেষ্টা করেও আর গোল করতে পারেনি সার্বিয়া। ৩-২ গোলে ম্যাচ জিতে ব্রাজিলের পরে দ্বিতীয় দল হিসাবে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে সুইজারল্যান্ড।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ফুটবল, সার্বিয়া, সুইজারল্যান্ড
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন