parbattanews

সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় শা‌ড়ি জব্দ করেছে মাটিরাঙ্গা সেনাজোন

খাগড়াছড়ির গুইমারা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৬০টি ভারতীয় শাড়ি জব্দ করে‌ছে সেনাবা‌হিনীর মা‌টিরাঙ্গা জোন। যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা ।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে মা‌টিরাঙ্গা-গুইমারা উপ‌জেলার সিমান্তবর্তী বাইল্যাছড়ি স্কুল পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় এসব শাড়ি জব্দ করা হয়।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার মো. রিপন আলীর নেতৃত্বে সি টাইপ টহল দলের একটি টিম অভিযান পরিচালনা করে বাইল্যাছড়ি স্কুল পাড়ায় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় শাড়িগুলো জব্দ করা হয়। জব্দকৃত শাড়িগুলো শীতাকুন্ড কাস্টমস অফিসে জমা দেয়া প্রক্রিয়াধীন রয়েছে।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. মুরাদ হোসাইন, পিএসসি ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, আইন শৃঙ্খলা রক্ষার পাশাপা‌শি যে কোন অপরাধ প্রবণতারো‌ধে তৎপর র‌য়ে‌ছে বাংলা‌দেশ সেনাবা‌হিনী মা‌টিরাঙ্গা জোন। অপরা‌ধী যেই হোক, কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।

Exit mobile version