থানচিতে ভ্রাম্যমান আদালতের অভিযান: সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

fec-image

করোনাভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন অসহায়দের ক্রয় ক্ষমতা আওতায় আনা এবং পরিস্থিতির মোকাবেলার জন্য প্রশাসন আইন-শৃঙ্খলা বাহিনীসহ কঠোরভাবে কাজ করছেন। তবুও এক শ্রেণীর ব্যবসায়ীরা বিগত ২২দিন ধরে দ্রব্যমূল্য দাম বৃদ্ধি করছেন খবর পেয়ে থানচি উপজেলার বিজিবি ব্যাটালিয়ান হেডকোয়াটারের বলিপাড়া বাজারের উপজেলা প্রশাসন ও ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ৫ দোকানে দ্রব্যমূল্য তালিকা না থাকায় সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিজিবি ব্যাটালিয়ান হেডকোয়াটারের বলিপাড়া বাজারের উপজেলা প্রশাসন ও উপজেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আরিফুল হক মৃদুল নেতৃত্বে এ অভিযান চালানো হয় ।

অভিযানে ভ্রাম্যমান আদালত বসিয়ে মো. আবু সামাদ, মো. বাবু মিঞা, মো. ফরিদুল আলম, মোজাফর ও মো. আইয়ুব সেলুন দোকান হতে মোট সাড়ে ৬ হাজার টাকা জড়িমানা করানো হয়।

এ সময় থানচি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, থানচি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন