parbattanews

সিদ্ধান্ত ছাড়াই উখিয়া আওয়ামী লীগের বিশেষ সভা সম্পন্ন

কক্সবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত উখিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভা শনিবার ২৬ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে তার বাড়ীর আঙ্গিনায় এ সভা অনুষ্ঠিত হয়।

উখিয়া আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরোধের কারণে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তে এ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা বলেন, আওয়ামী লীগ কোন পারিবারিক কলহের বলি হতে পারে না। গঠনতন্ত্রের নির্দেশনা অনুযায়ী উখিয়া আওয়ামী লীগের সভাপতি ও উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী পদে বহাল রয়েছেন।

কোন ব্যক্তি বিশেষের খাম খেয়ালির উপর নির্ভর করে আওয়ামী লীগ চলতে পারে না। দলের শৃঙ্খলা বিরোধী কোন কর্মকাণ্ড কেউ করলে তার বিরুদ্ধে আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে ব্যবস্থা নেয়া হবে বলে অ্যাড সিরাজুল মোস্তফা বলেন।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কক্সবাজার পৌর সভার মেয়র মজিবুর রহমান বলেন, আমরা উখিয়া আওয়ামী লীগের শৃক্সখলা ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয়েছে। কিন্তু কারো কারো খাম খেয়ালিপনায় উখিয়া আওয়ামীলীগের দলীয় শৃক্সখলা বিঘ্নিত হচ্ছে। আগামী ২/৩ দিনের মধ্যে উখিয়া আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যবস্থা না নিলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নিবে বলে মেয়র মজিবুর রহমান বলেন।

সভায় বক্তব্য রাখেন উখিয়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী ও সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মহিলা সাংসদ কানিজ ফাতেমা মোস্তাক, সাবেক সাংসদ আবদুর রহমান বদি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড, রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মুকুল, টেকনাফের শফিক চেয়ারম্যান প্রমুখ।

Exit mobile version