parbattanews

সিন্দুকছড়িতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাহাড়ী-বাঙালীদের মধ্যে কৃষি প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনে স্থানীয় বাঙালী ও উপজাতীয়দের মধ্যে ১৫ থেকে ১৭ জুন তিনদিন ব্যাপী কৃষি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। সিন্দুকছড়ি জোন কমাণ্ডার লে. কর্ণেল রাব্বি আহসান এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধণ করেছেন। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির পরিচালনায় এ প্রশিক্ষণ কর্মশালায় মোট ১২০ জন পাহাড়ী বাঙালী প্রশিক্ষণ গ্রহণ করবে। কর্মশালায় নার্সারিং, ফিসিং, পোল্ট্রি ফার্মিং, গবাদী পশু পালন, সেচ ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হবে।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে জোন কমাণ্ডার লে. কর্নেল রাব্বি আহসান বলেন, আমাদের জনগণের জীবিকা অর্জনের প্রধান উপায় হলো কৃষিকাজ। কৃষি নির্ভর অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে স্থানীয় জনগণকে স্বাবলম্বী করে তোলায় এ প্রশিক্ষণের উদ্দেশ্য। তিনি আরো বলেন, আমাদের বৃহত্তর জনগোষ্ঠী দারিদ্র সীমার নিচে বসবাস করে। তাদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা পল্লী উ্ন্নয়ন একাডেমি করে থাকে। যাতে এই ঋণ গ্রহণ করে ব্যবসা করে লাভ থেকে ঋণ পরিশোধ করতে পারে সে পথ দেখানোও এ প্রশিক্ষণের উদ্দেশ্য।

এদিকে কৃষি বিষয়ে সেনাবাহিনীর এ প্রশিক্ষণ উদ্যোগে স্থানীয়দের মনে ইতিবাচক উন্নয়ন ধারণার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

Exit mobile version