সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান

মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতাঃ

মহালছড়ি উপজেলার সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, কর্মচারী ও ছাত্র/ছাত্রীবৃন্দের উদ্যেগে প্রধান শিক্ষক মমং মারমা’র বিদায় অনুষ্ঠান বুধবার বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুইনুপ্রু চৌধুরী। বিদায়ী প্রধান শিক্ষকের উদ্দেশ্যে মান পত্র পাঠ করেন, দশম শ্রেণীর ছাত্রী চাইওয়াপ্রু মারমা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিন্দুকছড়ি ইউপি সদস্য কংঞোরাং মারমা, শিক্ষকের পক্ষে পরিমল চাকমা, ছাত্র/ছাত্রীদের পক্ষে কলঙ্গ ত্রিপুরা, পিরেন্দ্র ত্রিপুরা প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা, বিদায়ী প্রধান শিক্ষকের অসীম ধৈর্য্য ও মহানুভবতার কথা উল্লেখ করে বলেন, প্রধান শিক্ষক মমং মারমা ছিলেন আদর্শবান একজন শিক্ষক ছিলেন। তাঁকে হারিয়ে বিদ্যালয়ে এক মহাগুরুর শুন্যতা বিরাজ করছে। বিদায়ী প্রধান শিক্ষক মমং মারমা সকল শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, এতোদিন যাবত আমি সবার কাছ থেকে যে ভালবাসা পেয়েছি ঠিক সেভাবে ছাত্র-শিক্ষক একে অপরকে স্নেহ ভালাবাসায় আবদ্ধ থাকতে হবে। ভবিষ্যতে আমার থেকেও বেশী শিক্ষার মান উন্নয়ন করতে সবসময়ের জন্যখেয়াল রাখতে হবে বলে পরামর্শ দেন। আলোচনা শেষে প্রধান শিক্ষকের হাতে ছাত্র/শিক্ষক সকলেই উপহার সামগ্রী তুলে দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন