সিন্দুকছড়ি জোন কতৃক মতবিনিয় সভা অনুষ্ঠিত

fec-image

সাম্প্রায়িক সম্প্রীতি রক্ষায় স্ব-স্ব অবস্থান থেকে সেনাবাহিনীকে সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানিয়ে ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল কাজী মোহাম্মদ কাউসার জাহান পিএসসি জি বলেছেন,পার্বত্য এলাকায় সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সরকারের দিকনির্দেশনা মোতাবেক অবৈধ বালু উত্তোলন , পাহাড় কাটা ও অবৈধ কাঠ পাচার রোধে কাজ করছে।

শনিবার(২৯ ফেব্রুয়ারি) সকালে সিন্দুকছড়ি জোন সদরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন সিন্দুকছড়ি জোন এলাকায় অনুমতি ছাড়া প্যাকেজ অনুষ্ঠানের নামে কোন ধরনের জুয়া খেলা হতে দেয়া হবেনা। এসময় জোনের নবাগত উপ-অধিনায়ক মেজর রাহাত আহমেদ পিএসসিজি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রেু মারমা, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদীন, মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুৎ বড়ুয়া , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দিনসহ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা গুইমারা এলাকায় প্যাকেজ অনুষ্ঠানের নামে রাতে জুয়ার আসরে সাধারণ জনগনের ক্ষতিগ্রস্তের দিকটা তুলে ধরে দ্রুততম সময়ে এগুলো বন্ধে নিরাপত্তা বাহিনীকে কার্যকর ভূমিকা গ্রহনের জোর অনুরোধ জানান।

মতবিনিময় সভায় গুইমারা সাবজোন অধিনায়ক মেজর জুনায়েত বিন কবীর জি, সিন্দুকছড়ি জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মাহমুদ, ক্যাপ্টেন সামিউল ইসলাম, ক্যাপ্টেন শাহাজালাল ফাহিম, গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। ছাড়াও জোনের দায়িত্বপুর্ণ এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াও শিক্ষক-সাংবাদিক, হেডম্যান-কার্বারী, ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশ জোড়া বেঞ্চ প্রদান করেন জোন কমান্ডার কাজী মোহাম্মদ কাউসার জাহান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গুইমারা, সাবজোন, সেনাবহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন