`সিরিয়া হামলার খরচ সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর’

আন্তর্জাতিক ডেস্ক, পার্বত্য নিউজ:

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সিরিয়ায় সম্ভাব্য মার্কিন হামলার খরচ বহন করবে সৌদি আরবের নেতৃত্বাধীন সুনির্দিষ্ট কিছু আরব দেশ।
 
বুধবার মার্কিন সিনেটের একটি প্যানেল স্বল্প ভোটের ব্যবধানে সিরিয়ায় হামলার প্রস্তাব অনুমোদন করে। প্রস্তাবের ওপর ভোটাভুটির আগে জন কেরি সিনেটের রুদ্ধদ্বার কক্ষে মার্কিন আইন প্রণেতাদের ব্রিফিং দেন। তিনি বলেন, সিরিয়ায় হামলা হলে সুনির্দিষ্ট কিছু আরব দেশ  আমাদেরকে সাহায্য করতে রাজি আছে।
 
এ সময় তাকে প্রশ্ন করা হয়, “আরব দেশগুলো কি যুদ্ধের খরচ বহন করবে?” এর উত্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, “হ্যা অবশ্যই। এ ধরনের প্রস্তাব আরব দেশগুলো আমাদের দিয়েছে।”
 
কেরি রুদ্ধদ্বার কক্ষের ওই প্রশ্নোত্তর পর্বে কোনো আরবে দেশের নাম উল্লেখ করেছেন কি-না তা জানা যায়নি। তবে এর আগে সৌদি আরবসহ আরো কিছু আরব দেশ প্রকাশ্যে সিরিয়ার বিরুদ্ধে হামলা চালানোর জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে।
 
সৌদি আরবের পাশাপাশি কাতার ও জর্দান গত প্রায় আড়াই বছর ধরে সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের সব ধরনের পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে। সূত্র: আইআরআইবি

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন