parbattanews

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নিহত

মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে নোম্যানস ল্যান্ডে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। নিহত মনির উল্লাহ (২৫) নাইক্ষ্যংছড়ির নো-ম্যানস ল্যান্ডের রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। সোমবার (১৬ মার্চ) দুপুরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

এই বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম শূন্যরেখা রোহিঙ্গা শিবিরের চেয়ারম্যান দিল মোহাম্মদ বলেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা যাতে ফিরে যেতে না পারে, সেজন্য সীমান্তে বিজিপি স্থলমাইন পুঁতে রেখেছে। সোমবার সকালে কাঠ কুড়াতে যাওয়ার সময় এই স্থলমাইনে তার শিবিরের এক রোহিঙ্গা বিস্ফোরণে মারা গেছে।

সীমান্তে দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির এক শীর্ষ কর্মকতা বলেন, ‘বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ’

মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার মৃত্যুর খবর নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, জিরো লাইনে মিয়ানমারে অংশে মাইন বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

Exit mobile version