parbattanews

সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবি’র মহাপরিচালক

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) মহাপরিচালক জেনারেল আবুল হোসেন। রোববার (২৭ আগস্ট) বিকেল ৪টায় তিনি সীমান্তের কলাবাগান ও জলপাইতলীসহ জিরো পয়েন্টের বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ঘুমধুম বিজিবি ক্যাম্পে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিপি) এর মহাপরিচালক জেনারেল আবুল হোসেন সাংবাদিকদের বলেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে যে কোন ধরণের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে বিজিবি। রোহিঙ্গারা সুনাগরিক সেটা তাদেরকেই প্রমাণ করতে হবে। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী পুলিশ (বিজিপি) কর্তৃক পালিয়ে আসা রোহিঙ্গাদের উপর ছোঁড়া গুলি বাংলাদেশ সীমানায় আসেনি। যদি বাংলাদেশের সীমানায় আসে আমরা সমুচিত জবাব দেবো।

যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের সর্বত্মক প্রস্তুতি রয়েছে। ভবিষ্যতে সীমান্তের ক্যাম্পগুলোতে বিজিবি সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

Exit mobile version