parbattanews

সীমান্ত হত্যার প্রতিবাদে বান্দরবানে বিএনপির মৌন মিছিল

সীমান্তে হত্যার প্রতিবাদে বান্দরবানে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করেছে বিএনপি। সোমবার (২১ ডিসেম্বর) সকালে বান্দরবানে জজকোর্ট এলাকাস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জেলা বিএনপিসহ সংগঠনের নেতাকর্মীরা ক্যালো ব্যাজ ধারণ করে সীমান্তে হত্যার প্রতিবাদে শহরে একটি মৌন মিছিল করে।

মিছিলটি বান্দরবান বাজারসহ গুরুত্বপূর্ন সড়কগুলো প্রদক্ষিন করে। এময় বাজার এলাকায় পুলিশি বাঁধার মুখে পড়ে মিছিলটি। পুলিশি বাঁধার মুখে মৌন মিছিলটি বাজার থেকে আর বেশিদূর এগুতে পারেনি। এসময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতন্ডার ঘটনাও ঘটে।

কর্মসূচিতে অংশ নেয় জেলা বিএনপির সভানেত্রী মাম্যাচিং মারমা, সাধারণ সম্পাদক মো: জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, শ্রমিকদল নেতা নূরুল ইসলাম, বিএনপি নেতা রিটল বিশ্বাস, সরোয়ার কামাল, স্বেচ্ছাসেবক দলের নেতা চনুমং মারমা, যুবদল নেতা মোহাম্মদ মাসুম, মোহাম্মদ শফি, সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মসূচীতে জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং বলেন, বিএনপির শান্তি প্রিয় কর্মসূচিতেও পুলিশ বাধা দিচ্ছে। এটি গণতন্ত্রের জন্য মঙ্গলকর নয়। সীমান্তে প্রতিবেশী রাষ্ট্রগুলোর বাহিনীরা নিরীহ সাধারণ মানুষদের গুলি করে হত্যা করছে। কিন্তু সরকারের পক্ষ থেকে জোরালো কোনো প্রতিবাদ জানানো হচ্ছেনা। এটি খুবই দু:খজনক। সীমান্ত হত্যা বন্ধে সরকারকে আরও কঠোর ভূমিকা রাখার আহবান জানাচ্ছি।

Exit mobile version