parbattanews

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসন বদ্ধপরিকর

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত কর্মশালায় বান্দরবান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা মুখ্য। এছাড়াও সকলকেই নির্বাচন আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

শনিবার (৩০ ডিসেম্বর) থানচি উপজেলা পরিষদের মাল্টিপারপাশ হল রুমে উপজেলা প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানের ৭টি উপজেলাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সুশীল সমাজ, নির্বাচনের অংশগ্রহণকারী প্রার্থী, যানবাহন মালিক, রেস্টুরেন্ট আবাসিক মালিক সংগঠন, সাংবাদিক-জনপ্রতিনিধিসহ বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় করেছি সর্বশেষ থানচি উপজেলা হাজির হয়েছি।

জেলা রিটার্নিং কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পৌলিং কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর আপনাদের চাহিদা মাত্র পৌঁছে যাবে। ৭ জানুয়ারি আপনাদের দায়িত্ব থাকবে নিরপেক্ষ আচরণ কোন প্রকার বিশৃঙ্খলা দেখা দিলে সাথে সাথে আইন শৃঙ্খলার বাহিনীকে জানানাতে ভুলে যাবেন না।

অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হামিদ সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোহাম্মদ মামুন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার পুলিশ সুপার সৈকত শাহীন, জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন, জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ছালাউদ্দিন, লামা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জসিম উদ্দিন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হামিদ জানান, থানচি উপজেলায় ১৪টি ভোট কেন্দ্রের ৪৮টি কক্ষ, ১৪ জন প্রিজাইডিং অফিসার, ৪৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯৬ জন পোলিং অফিসারসহ মোট ১৫৮জন এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Exit mobile version