parbattanews

‘সুস্থ সন্তানের জন্য গর্ভবতী মাকে পুষ্টিকর খাবার সরবরাহ করতে হবে’

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান বলেছেন, একটি সুস্থ-সবল সন্তান পাওয়ার জন্যে একজন গর্ভবতী মাকে পুষ্টি জাতীয় খাবার খেতে দিতে হবে। মনে রাখতে হবে, প্রতিটি মনীষী কোন না কোন মায়ের গর্ভ থেকেই এসেছে। তাই সুস্থ সন্তানের জন্য আগে গর্ভবতী মাকে যত্ন নিতে হবে।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে আয়োজিত কিশোরী ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীঘিনালা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা শ্যামলা চাকমা, বেসরকারী উন্নয়ন সংস্থা লীনের কো অর্ডিনেটর সুনয়ন চাকমা এবং উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. অসিম বড়ুয়া।

এর আগে প্রধান অতিথি ফিতা কেটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্ধোধন করেন।

পরে উপস্থিত কিশোরীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি প্যাড এবং গর্ভবতী মাকে মায়ের ব্যাংক তুলে দেন।

অনুষ্ঠানে সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে প্রধান অতিথি একটি ফলজ জাতের চারা রোপণ করেন।

Exit mobile version