parbattanews

সেচ মৌসুমের শুরুতেই রামুতে লোডশেডিং

electricity_

রামু প্রতিনিধি :
সেচ মৌসুমের শুরুতেই রামু উপজেলার রাজারকুল, দক্ষিণ মিঠাছড়িসহ বিভিন্ন স্থানে শুরু হয়েছে বিদ্যুতের চরম লোডশেডিং। বিদ্যুতের অভাবে জমিতে সেচ দিতে পারছে না কৃষকরা। অনেক এলাকায় শুকিয়ে যাচ্ছে কৃষি জমি। এ নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন তারা। সময়মত জমিতে পানি দিতে পারলে ধানের উৎপাদন কম হবে, এমন আশঙ্কা করছেন কৃষকরা।

ভুক্তভোগী কৃষক ও সেচ ম্যানেজাররা জানান, গত এক মাস ধরে বিদ্যুতের ঘনঘন লোড-শেডিংয়ের কারণে পল্লী বিদ্যুৎ সমিতির আওতায়ভূক্ত সেচ নিয়ে বিড়ম্বনায় পড়ছে রাজারকুল ও দক্ষিণ মিঠাছড়ি এলাকার প্রায় ৬ হাজারেরও বেশী ব্যুরো চাষী। এছাড়া একইভাবে পিডিবি ও পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে উপজেলার ১১টি ইউনিয়নে বিভিন্ন এলাকায় লোডশেডিং হচ্ছে।

এদিকে রামু উপজেলা কৃষি অফিসার আবু মাসুদ ছিদ্দিকী জানান, বোরো চাষাবাদ উপযোগী অধিকাংশ জমি সেচ পাম্পের উপর নির্ভরশীল। কৃষকেরা সময় মতো বিদ্যুৎ পাচ্ছে না। এবারের বোরো মৌসুমে রামুতে ৬ হাজার ৭ শত হেক্টর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে বোরো উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নাও হতে পারে।

Exit mobile version