parbattanews

সেতু ধসে পড়ায় খাগড়াছড়ি-সাজেক সড়কে দ্বিতীয় দিনের মতো যোগাযোগ বিচ্ছিন্ন

পাথর বোঝাই ট্রাকসহ মাইনী নদীর বেইলি সেতটিু ধসে পড়ায় দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ও বাঘাইছড়ির সাথে খাগড়াছড়িসহ সারা দেশের সড়ক যোগাযোগ দ্বিতীয় দিনের মতো বিচ্ছিন্ন রয়েছে। ধসে পড়া সেতুটি সচল করতে কাজ শুরু করে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোর ইসিবি’র সদস্যরা। তবে দীঘিনালা থানা বাজার এলাকায় বিকল্প ফুট ব্রিজ দিয়ে পর্যটকবাহী ছোট গাড়িগুলো পারাপারে ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে পাথর বোঝাই একটি ট্রাক উঠে পড়লে বেইলি সেতুটি ধসে পড়ে। ফলে বাংলার ভূ-স্বর্গ খ্যাত সাজেক ভ্যালিতে পথে পর্যটকসহ বাঘাইছড়ির সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে চরম দুর্ভোগের পড়ে রাঙামাটির সাজেক ও বাঘাইছড়িগামী যাত্রীরা।

এদিকে পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. নাইমুল হক ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোর ইসবি ২০-এর উপ-অধিনায় মেজর আবু নোমান মোহাম্মদ মইনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন দ্রুত সময়ের মধ্যে ধসে পড়া বেইলি ব্রিজটি সচল করার আশ্বাস দিয়েছেন।

মাইনী বেইলি সেতুটি ধসে পড়ার আশঙ্কা নিয়ে গত ২৬ জানুয়ারি পার্বত্যনিউজে ভার্চুয়ালে একটি প্রতিবেদন প্রচারিত হয়। অবশেষে শঙ্কাই প্রমাণিত হলো।

দীর্ঘ ৩ দশকের বেশি সময় আগে অস্থায়ীভাবে নির্মিত মাইনী বেইলি সেতুটি ২০১৭ সালের ২৭ অক্টোবর কাঠ বোঝাই ট্রাকসহ আরো এক ধসে পড়েছিল। সে সময় সাজেক পর্যটন কেন্দ্রসহ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাথে সারাদেশের সড়ক যোগাযোগ ৭ দিনের মত বন্ধ ছিল।

নিউজটি ভিডিওতে দেখুন:

ব্রিজ ধসে পড়ায় খাগড়াছড়ি-সাজেক সড়কে দ্বিতীয় দিনের মতো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Exit mobile version