খাগড়াছড়িতে নবীন সেনা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর

‘সেনাবাহিনীতে লব্ধ প্রশিক্ষণ ও জ্ঞান দেশ ও জাতির প্রয়োজনে কাজে লাগাতে হবে’

fec-image

সেনাবাহিনীতে লব্ধ প্রশিক্ষণ ও জ্ঞান দেশ ও জাতির প্রয়োজনে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের কমান্ডার জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান

তিনি বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে খাগড়াছড়ির দীঘিনালার মাইনী ফরমেশন এ্যাডহক রিক্রুটিং ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে সেনাবাহিনীর নবীন সৈনিকদের মৌলিক প্রশিক্ষণ শেষে শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রশিক্ষিত নবীন এ আহবান জানিয়ে বলেন, দেশ ও জাতির প্রয়োজনে কঠিন প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সেনাবাহিনীতে নিজেদের আলোকিত হবার সুযোগ রয়েছে। আদর্শ ও নির্ভীক সৈনিক হিসেবে নিজেকে নিয়োজিত রাখতে হবে। আত্মবিশ্বাস নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দক্ষ সেনাসদস্য হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নবীন সদস্যদের শপথ বাক্য পাঠ করান ফরমেশন এ্যাডহক ফরমেশন রিক্রুটিং ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লে.কর্ণেল মো. মেহেদী হাসান চৌধুরী। ৯ মাসের প্রশিক্ষণ শেষে ৯শ ৫৯জন নবীন সদস্য সৈনিক হিসেবে পদাতিক ডিভিশনে যোগ দেয় । ৯ মাসের প্রশিক্ষণে শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে পুরষ্কার লাভ করেন সৈনিক তরিকুল ইসলাম।

এ সময় অনুষ্ঠানে খাগড়াছড়ি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফয়জুর রহমান, এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি, কর্নেল মোঃ মাহবুবুর রহমান, ২৪ পদাতিক ডিভিশনের ষ্টাফ অফিসার লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান চৌধুরী, পিএসসি, প্রধান প্রশিক্ষক, ফরমেশন এডহক রিক্রুট প্রশিক্ষণ সেন্টার, দীঘিনালাসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, জিওসি মেজর জেনারেল এস এম মতিউর, সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন