সেনাবাহিনীর আন্তরিকতায় একুশে গ্রন্থমেলার স্বাদ পেল শিক্ষার্থীরা

মানিকছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের নির্দেশে মানিকছড়িতে দুই দিনব্যাপী অমর একুশে গ্রন্থ মেলার আয়োজন করেছে সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনী।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মানিকছড়ি উপজেলা টাউন হল চত্বরে বাংলাদেশ সেনাবাহিনীর অনুপ্রেরণায় অনুষ্ঠিত হয় অমর একুশে গ্রন্থমেলা।

মেলায় সমবেত হয় উপজেলার শিশু শিক্ষার্থীরা। এ  যেন শিশু-কিশোরদের অসাধ্য সাধন। একদিন আগেও এসব শিশু-কিশোররা ভাবতে পারেনি অমর একুশে গ্রন্থমেলা স্বচোখে দেখবে তারা। কিংবা নিজে বই কিনবে।

এসএসসি পরীক্ষা চলমান থাকায় মাধ্যমিক স্কুল বন্ধ তারপরও সেনাবাহিনীর উদ্যোগে বই মেলার খবর পেয়ে হাসিমুখে শত শত ছেলে-মেয়েরা সকাল থেকেই সমবেত হয় গ্রন্থমেলায়। চট্টগ্রাম ও ঢাকার  ৮টি প্রকাশনী মেলায় স্টল সাজিয়েছে।

প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এ মেলা চলবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন