parbattanews

সেনাবাহিনীর উদ্যোগে ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ ও পণ্যসামগ্রী বিতরণ

দীঘিনালা উপজেলাকে ভিক্ষুকমুক্ত করার লক্ষে ব্যতিক্রমি উদ্যোগ নিয়েছে দীঘিনালা জোনের সেনাবাহিনী। এরই অংশ হিসেবে ভিক্ষাবৃত্তি ছেড়ে পেশা হিসেবে সাধারণ ব্যবসা করে জীবিকা নির্বাহ করার প্রত্যয় ব্যক্ত করেছে কয়েকজন ভিক্ষুক।

রোববার (১৪ মার্চ) সকালে সুবিধাভোগী ব্যক্তিদের মাঝে দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্নেল মো. তৌহিদুল ইসলাম, এসজিপি, পিবিজিএম, পিএসসি এর পক্ষে নগদ অর্থ ও ব্যবসায়িক সামগ্রী তুলে দেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর মো. রেজওয়ানুজ্জামান খান, পিএসসি।

দীঘিনালা থানাপাড়া এলাকার ওসমান গনির কুলসুম বিবি (৬৬), মৃত আশরাফ উদ্দিন এর মেয়ে জয়নব বেগম (৫৩) এবং ছোট মেরুং এলাকার মৃত আহম্মদুর রহমানের ছেলে জালাল আহমেদ (৭৫) এর মাঝে নগদ অর্থ এবং ব্যবসায়িক পণ্যসামগ্রী প্রদান করা হয়।

এসময় দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর মো. রেজওয়ানুজ্জামান খান, পিএসসি বলেন, দীঘিনালা জোন সব সময় পার্বত্যাঞ্চলে অসহায় পাহাড়ি ও বাঙ্গালীদের মাঝে সাহায্য ও সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Exit mobile version