বর্ণিল আয়োজনে পালিত হলো সেনাবাহিনীর গুইমারাস্থ ২৪ আর্টিলারী’র ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী

guimara reg

নিজস্ব প্রতিনিধি :

বর্ণিল আয়োজনে পালিত হলো ২৪আর্টিলারীর ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী। বৃহস্পতিবার দুপুরে 

বাংলাদেশ সেনাবাহিনীর  গুইমারা রিজিয়ন সদর দপ্তরে জাকজমকপূর্ণ এ অনুষ্ঠান পালিত হয়। এ উপলক্ষ্যে পুরো রিজিয়নে ছিল সাজ সাজ রব। রং বেরং এর পতাকা দিয়ে সাজানো হয় রিজিয়ন সদর দপ্তর।

 

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ২৪আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল ইসলাম। এসময় বিভিন্ন জোন অধিনায়কের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার গ্রহণ করেন প্রধান অতিথি। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর  খাগড়াছড়ি রিজিয়ন ব্রিগ্রেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নব সৃজিত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’রগুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল শাহরিয়ার রাশেদ, ৪ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি অধিনায়ক লেঃ কর্ণেল রাব্বি আহসান, ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী লক্ষীছড়ি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, ২৯ বিজিবি পলাশপুর জোন অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মোখলেসুর রহমান, ২১বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মো: সিদ্দিকুর রহমান, ১৬ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালিদ বিন ইউসুফ, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কংজরী চৌধুরী, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও মাটিরাঙ্গার পৌর মেয়র আবু ইউসুফ চৌধুরী, রামগড় উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম ফরহাদ, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম, লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, ৭নং গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, হেডম্যান-কার্বারী প্রমুখ।

পরে প্রীতিভোজ ও কেটে দিয়ে আপ্যায়ন করা হয় আমন্ত্রিত অতিথিদের। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্যনিউজ, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন