parbattanews

সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) গুইমারা রিজিয়নের শহীদ লে. মুশফিক মাঠে রিজিয়নের পক্ষ থেকে দায়িত্বপূর্ণ এলাকায় ২৫০টি দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও অন্যান্য খাদ্য সামগ্রী ও ১৩ জন জনসাধারণের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ঢেউটিন এবং আথির্ক অনুদান প্রদান করা হয়।

এসম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন উপস্থিত থেকে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ত্রাণ ও আর্থিক অনুদান বিতরণ করেন। রিজিয়ন কমান্ডার সকলের মধ্যে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক বজায় রাখতে নির্দেশনা দেন এবং ভবিষ্যতে এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উল্লেখ্য, দায়িত্বপূর্ণ এলাকার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরিব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা ও বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে গুইমারা রিজিয়ন খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

 

Exit mobile version