parbattanews

সেনাবাহিনীর প্রত্যেক সদস্যকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সজাগ থাকার আহ্বান 

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

চট্টগ্রামস্থ ২৪ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার(জিওসি) মেজর জেনারেল জাহাঙ্গীর কবীর তালুকদার মহান স্বাধীনতার উত্তরসুরি সেনাবাহিনীর প্রত্যেক সদস্যকে দেশ মাতৃকা সার্বভৌমত্ব রক্ষায় সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বৃহস্পতিবার(২৬এপ্রিল) সকালে খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর লাইটনিং টুয়েল্ভ-কে রেজিমেন্টাল পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

চট্টগ্রাম এরিয়া কমান্ডার(জিওসি) মেজর জেনারেল জাহাঙ্গীর কবীর তালুকদার বলেন, লাইটনিং টুয়েল্ভ পার্বত্য চট্টগ্রামে অপারেশন উত্তরনে পাহাড়ে শান্তি স্থাপনে বিগত বছরগুলোতে দেশে এবং শান্তি মিশনের সফলতার সাথে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসা অর্জনে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও খাগড়াছড়ি ডিজিএফআই’র অধিনায়ক কর্নেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকীসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিরা। পরে তিনি লাইটনিং টুয়েল্ভ-এর কেক কাটেন।

Exit mobile version