parbattanews

সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে খাবার পানি বিতরণ

লঙ্গদূতে সেনা বাহিনীর পানি বিতরণ

লংগদু সংবাদদাতা:
প্রচণ্ড গরমের কারণে রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার বিভিন্ন এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দেওয়ায় সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে খাবার পানি বিতরণ করা হচ্ছে। উপজেলার পশ্চিম ভাইট্টাপাড়া, আলতাফ মার্কেট, কাঠালতলা, হাজাছড়া, ইসলামাবাদ এলাকায় সেনাবাহিনী প্রায় প্রতিদিন খাবার পানি বিতরণ করছে। এলাকার শত শত পরিবার তাদের প্রয়োজনীয় খাবার পানি সংগ্রহ করছে।

সেনাবাহিনীর উদ্যোগে খাবার পানি পেয়ে সবাই খুশি। প্রচণ্ড গরমের বিভিন্ন এলাকায় পানির উৎসগুলো শুকিয়ে যাওয়ার কারণে খাবার পানি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। সেনাবাহিনী প্রতিদিন প্রায় ৪০০০ লিটার পানি সরবরাহ করছে। জনসাধারণের পানীয় জলের  সমস্যার কথা জানতে পেরে লংগদু জোনের উদ্যোগে খাবার পানি বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা যায় ।

  সেনাবাহিনীর লংগদু জোন কমান্ডার লে. কর্ণেল আজাহার উদ্দিন আহমদ পিএসসি জানান, পানির এ সমস্যা স্বাভাবকি না হওয়া র্পযন্ত আমরা পানি বিতরণ অব্যহত রাখবো।

Exit mobile version