parbattanews

সেনাবাহিনীর সহায়তায় সংকটাপন্ন প্রসূতি পাহাড়ি মহিলাকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সিএমএইচ এ আনায়ন

নিউজ ডেস্ক:

সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে রাঙ্গামাটি জেলার দূর্গম প্রত্যন্ত এলাকা থেকে জতনি তংচঙ্গা নামে এক পাহাড়ি মৃমূর্ষ প্রসূতি মহিলাকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) বিমান বাহিনীর হেলিকপ্টারের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

মুমূর্ষ জতনি তংচঙ্গা রাঙ্গামাটির জুড়াছড়ি উপজেলার বগাখালী গ্রামের ইশ্বরচন্দ্র তংচঙ্গার স্ত্রী।

জানা যায়, জতনি তংচঙ্গা গত ৪ দিন ধরে প্রসব জনিত সমস্যায় কাতরাচ্ছিলেন। কিন্তু এলাকাটি অত্যন্ত দূর্গম এবং যোগাযোগ ও চিকিৎসার সু-ব্যবস্থা না থাকায় সঠিক চিকিৎসা প্রদান করা সম্ভব হচ্ছিল না। আজ তাকে নিকটস্থ বগাখালী বিওপি’তে নিয়ে আসা হলে বিষয়টি মানবিক দৃষ্টিকোন থেকে বিবেচনা করে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এর নির্দেশনায় হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে জতনি তংচঙ্গার শারীরিক অবস্থা সংকটাপূর্ণ তবে চিকিৎসা চলছে।

উল্লেখ্য, গত বছর ৩১ ডিসেম্বর একই এলাকা থেকে সেনাপতি চাকমা নামে এক প্রসূতি সংক্রান্ত জটিলতায় আক্রান্ত পাহাড়ি মহিলাকে সেনাবাহিনীর সহায়তায় হেলিকপ্টারের মাধ্যমে সু-চিকিৎসার জন্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।

Exit mobile version