parbattanews

সেনাবাহিনী একটি বৈষ্যমহীন প্রতিষ্ঠান: ইমতাজ উদ্দীন

রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দীন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি বৈষম্যহীন প্রতিষ্ঠান। দেশের উন্নয়নে, জাতির প্রয়োজনে সেনাবাহিনী জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাঙামাটি রিজিয়নের উদ্যোগে প্রান্তিক হল রুমে মহিলাদের আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায়-দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও চিকিৎসা সেবায় আর্থিক অনুদান প্রদান করার সময় তিনি এ কথা বলেন।

রাঙামাটি রিজিয়ন কমান্ডার বলেন- ধর্ম, বর্ণ এবং জাতি-উপজাতি ভেদাভেদ ভুলে গিয়ে সকলে দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যে কোন প্রয়োজনে সেনাবাহিনী এধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে এ কমান্ডার যোগ করেন।

বিশেষ মানবিক কর্মসূচির আওতায় অসহায় দুস্থ ৪ জন নারীকে সেলাই মেশিন ও ফুটবলের জাতীয় মহিলা দলের সাবেক ফুটবলার চাথুইমা মারমাসহ দুজনকে চিকিৎসা সেবায় এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়।

এসময় ব্রিগেডের জিটুআইসি মেজর পারভেজ রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version