parbattanews

সেনা অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

বান্দরবানের আলীকদম উপজেলায় বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করে ৩১-বীর আলীকদম জোন।

রবিবার (৮ জানুয়ারি) উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদ ও ৩নং ওয়ার্ডের গয়াম ঝিরি বাসুদেব কারবারি পাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়।

সেনা সূত্রে জানা যায়, কাঠ চোরাকারবারি চক্র অবৈধভাবে মূল্যবান বিপুল পরিমাণ সেগুন কাঠ মজুদ করেছে এমন সংবাদের ভিত্তিতে আলীকদম ৩১-বীর সেনা জোনের ক্যাপ্টেন মাজহারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। অভিযানে অবৈধভাবে মজুদ করা ৯০০ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়।

জব্দকৃত কাঠের বর্তমান বাজার মূল্য আনুমানিক ১৯ লাখ ৮০ হাজার টাকা। জব্দকৃত কাঠগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে জব্দকৃত কাঠের মালিকের কোন পরিচয় পাওয়া যায়নি বলেও সেনাবাহিনী নিশ্চিত করেন।

Exit mobile version