parbattanews

সেনা অভিযানে বিপুল পরিমান অবৈধ সেগুন কাঠ জব্দ

bandarban-pic-27-9

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানের লামায় সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে। সোমবার রাতে উপজেলার রূপসী পাড়া সংলগ্ন লামা খাল থেকে পাচারকালে ১৪০ টুকরায় আনুমানিক ৫০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়। মঙ্গলবার লামা বন বিভাগের কাছে কাঠগুলো হস্তান্তর করেছে সেনাবহিনী।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রূপসী পাড়া সেনা ক্যাম্পের ইনচার্জের নেতৃত্বে দরদরী বড়ুয়া পাড়া সংলগ্ন লামা খাল থেকে পাচারকালে ১৪০ টুকরা সেগুন কাঠ আটক করে। জব্দকৃত কাঠগুলো মঙ্গলবার লামা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ বলেন, সেনাবাহিনী সোমবার রাতে কাঠ গুলো জব্দ করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে।

Exit mobile version