parbattanews

সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

বাঘাইছড়িতে পণ্যবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

 

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দীঘিনালা-মারিশ্যা সড়কের ১৮মাইল রাবার বাগান এলাকায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীদের পণ্যবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

মঙ্গলবার(১১ জুন) সকালে উপজেলা পরিষদের সামনে এই বিক্ষেভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অগ্নিসংযোগের ঘটনার সুষ্ঠু বিচার ও প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনঃস্থাপনসহ নয়টি দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি পেশ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, স্থানীয় ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মো. গিয়াসউদ্দিন মামুন, উপজেলা বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মো. নিজাম উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক মিলনধর, সুজিত চক্রবর্তী, মো. আবসার উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য চাঁদার দাবিতে সোমবার ভোর ৬টার দিকে উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কে রাবার বাগান এলাকায় একটি পণ্যবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পণ্যবোঝাই ট্রাকটি (চট্টো মেট্রো-ট-১১-২৩৩৮) মারিশ্যা বাজারের বিভিন্ন ব্যবসায়ীর দোকানের মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় যাচ্ছিল। সোমবার ভোর ৬টার দিকে রাবার বাগান এলাকায় পৌঁছালে ৪-৫ জন দুর্বৃত্ত রাস্তায় ট্রাকের সামনে অস্ত্রের মুখে ট্রাকটি গতিরোধ করে। পরে দুর্বৃত্তরা পেট্রল ছিটিয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে ব্যবসায়ীদের ৬লক্ষ টাকার মালামালসহ ট্রাকটি পুড়ে যায়।

Exit mobile version