parbattanews

সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে মালয়েশিয়াগামী ২৫০ যাত্রী আটক

আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:

সেন্টমার্টিন কোস্টগার্ড সদস্যরা বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় মালয়েশিয়াগামী ২৫০ জন যাত্রীকে আটক করেছে। কোস্টগার্ড সূত্রে জানা যায়, ৮ জুলাই বিকেল সাড়ে ৩ ঘটিকার সময় স্থানীয় কিছু জেলে সেন্টমার্টিনের অদূরে পশ্চিম বঙ্গোসাগরে মাছ শিকার করতে গেলে অধিক যাত্রী বোঝাই প্রায় ডুবে যাওয়ার অবস্থায় একটি ট্রলার দেখতে পেয়ে সেন্টমার্টিন কোস্টগার্ডকে খবর দেয়। তাৎক্ষনিক কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রলারে থাকা ২৫০ জন যাত্রীকে আটক করে সেন্টমার্টিন দ্বীপে নিয়ে আসে। এসময় তাদের কাছ থেকে চিড়া, গুড়, পানি ও ওষুধ উদ্ধার করা হয়। আটককৃতরা সবাই বাংলাদেশের নাগরিক। পরে আটককৃতদের সেন্টমার্টিন থেকে টেকনাফ নিয়ে আসার প্রক্রিয়া শুরু করে।

এব্যাপারে কোস্টগার্ড টেকনাফ ষ্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট হাবিবুর রহমান জানান, আটককৃত লোকজনের সংখ্যা বেশি হওয়ায় তাদের টেকনাফে নিয়ে আসা হচ্ছে এবং মানব পাচারে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হবে।

Exit mobile version