parbattanews

সেন্টমার্টিনের ছেড়াদ্বীপে বিপুল পরিমাণ মদ-বিয়ার জব্দ

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনদ্বীপে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ২০৮ ক্যান বিয়ার এবং ৩৭৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

রবিবার (৩০ জুলাই) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান (বিএন) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন ।

তিনি জানান, রবিবার (৩০ জুলাই) ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ থানাধীন সেন্টমার্টিন ছেড়াদ্বীপ এলাকা দিয়ে কক্সবাজারে মাদকদ্রব্য পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন্স কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময়ে ছেড়াদ্বীপ কেয়াবন এর মধ্যে পাচারের উদ্দেশ্যে লুকায়িত অবস্থায় ৩০টি বাদামী রং এর পরিত্যক্ত বস্তা দেখতে পাওয়া যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা ৩০টি বস্তা তল্লাশি করে ৩৭৫ বোতল বিদেশি মদ ও ২০৮ ক্যান বিয়ার জব্দ করতে সক্ষম হয়। উক্ত স্থানে কোন পাচারকারী না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, জব্দকৃত বিদেশি মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Exit mobile version