সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২


সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল সন্ধ্যা ৬টায় দ্বীপের পশ্চিমপাড়া সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
লে. কমান্ডার সুমন আল মুকিত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন সেন্টমার্টিন এই বিশেষ অভিযান চালায়। অভিযানে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা ও নগদ ১,৬০০ টাকাসহ দুই কারবারিকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাদকের থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, গাঁজা, টেকনাফ
Facebook Comment

















