parbattanews

সেন্টমার্টিনে ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু, বেড়েছে বাতাসের গতিবেগ

ঘূর্ণিঝড় মোখা’র প্রভাব প্রবালদ্বীপ সেন্টমার্টিনে শুরু হয়েছে। বাতাসের গতিবেগ স্বাভাবিকের চেয়ে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

কক্সবাজার আবহাওয়া কর্মকর্তা মো. আব্দুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার থেকে ৩০৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। বাতাসের গতিবেগ ঘন্টায় ২১০ কিলোমিটার।

রবিবার (১৪ মে) সকাল সাতটা পর্যন্ত কক্সবাজারে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৭ মি.মি। টেকনাফে ২২ মি.মি.।

সেন্টমার্টিনের বাসিন্দা আব্দুল মালেক জানিয়েছেন, বাতাসের তীব্রতা বেড়েছে। আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত ওয়াশরুল ও পানি না থাকার কারণে ঝুঁকি নিয়ে সকালে নিজ নিজ ঘরে ফিরে যাচ্ছে অনেকেই। জোয়ারের পানি প্রায় ২/৩ ফুট উচ্চতা বেড়েছে । সকাল থেকে সাগর প্রচন্ড উত্তাল।

তিনি জানান, রবিবার সকাল থেকে হালকা থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের গতি উত্তর-পূর্ব দিক। মাঝেমাঝে দিক পরিবর্তন হয়। তবে বিদ্যুৎ না থাকার কারণে অনেকের মোবাইল ফোন বন্ধ হয়ে গেছে।

মসজিদে মসজিদে ফজরের নামাজের পর বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান আবদুল মালেক।

Exit mobile version