parbattanews

সেন্টমার্টিনে বসতভিটার গাছ পড়ে যুবক আহত, কমছে না বাতাসের তীব্রতা

প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় মোখার তীব্র বাতাসে বসতভিটার গাছ পড়ে ওমর সিদ্দিক (৩০) নামের যুবক আহত হয়েছেন। তিনি ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার কবির আহমদের ছেলে।

রবিবার (১৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে। তবে আহতের অবস্থা গুরুতর নয়। তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন।

স্থানীয় বাসিন্দা মোকতার আহমদ এই সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বসতভিটার গাছ পড়ে ওমর সিদ্দিক একজন আহত হয়েছেন। তবে আরেক মহিলার মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। এটি সম্পূর্ণ গুজব। আমি ওই মহিলার স্বামীর সঙ্গে কথা বলেছি। আজগুবি খবরে তারা হতবাক।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, সেন্টমার্টিনে বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১০০ থেকে ১২০ কিলোমিটার। সাগরের পানি স্বাভাবিকের চেয়ে উচ্চতা বেড়েছে। তবে আশঙ্কাজনক নয়। ১০নং মহাবিপদ সংকেত অপরিবর্তিত রয়েছে।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সকাল থেকে বাতাসের তীব্রতা বেড়েছে। দমকা হাওয়ায় কিছু ছোটখাটো বাড়িঘর ভেঙেছে। ছাউনি উড়ে গেছে। থেমে থেমে এখনো বৃষ্টিপাত হচ্ছে। সাগর উত্তাল থাকলেও জোয়ারের পানির উচ্চতা বিপদসীমা পর্যন্ত পৌঁছায়নি। তবে স্থানীয়রা আতঙ্কিত।

Exit mobile version