parbattanews

সেন্টমার্টিনে লক্ষাধিক ইয়াবাসহ আটক ৭

সেন্টমার্টিনে এক লাখ দু’হাজার পিস ইয়াবাসহ ৭ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা।

সোমবার (২৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে সকাল পৌনে ১১ টার সময় বিসিজি সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. রাইয়ান আলম এর নেতৃত্বে সেন্টমার্টিনের পূর্বদিকে সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এই পাচারকারীদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রোহিঙ্গা মো. হামিদ হোসেন, হোসেন জোহার, মো. জোবায়ের, লাল মোহাম্মদ, মো. ইয়াসিন ও বাংলাদেশি নাগরিক বশির আহমদ, মো. আলম। এরা রোহিঙ্গা ক্যাম্পের ও টেকনাফের বাসিন্দা।

জানা যায়, অভিযান চলাকালে একটি ফিশিং বোট এর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড টহলদল বোটটিকে থামার সংকেত দেয়। কিন্তু বোটটি না থেমে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড । পরবর্তীতে বোটটি তল্লাশি করে জালের ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় এক লাখ দুই হাজার পিস ইয়াবা উদ্ধারসহ ৭ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার লাবিব উসামা আহমাদুল্লাহ জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট , ইয়াবা পাচার কাজে ব্যবহৃত কাঠের নৌকা এবং ইয়াবা পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version