parbattanews

সেন্টমার্টিনে সাগরে গোসল করতে নেমে ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ৪

image_39663

উপজেলা প্রতিনিধি, টেকনাফ :

সেন্টমার্টিন দ্বীপে সাগরে গোসল করতে নেমে ২ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে সেন্টমার্টিন উত্তর সৈকতে গোসল করতে নামলে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। উদ্ধারকৃত পর্যটক আসিফ (২৫) জানায়, তারা ঢাকা আহছান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের ৩৪ জনের শিক্ষার্থীর একটি দল রবিবার সেন্টমার্টিন ভ্রমনে আসে। তারা দ্বীপের বাজারস্থ মেনগুট নামক এক আবাসিক হোটেলে উঠে। আজ দুপুরে কারা দল বেঁধে সাগরে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এসময় কোস্টগার্ড মৃত ২ জনসহ মূমূর্ষ অবস্থায় ৬ জনকে উদ্ধার করেছে। এখনো ৪জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

মৃত ২ জন ঢাকা আহছানিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারের চর্তুথ বর্ষের ছাত্র। তারা হচ্ছেন-মোহাম্মদপুরের মানফেজুল ইসলাম (২৫), ফার্মগেটের সাদ্দাম হোসেন(২৫)। নিখোঁজ ৪জন হচ্ছেন, সাব্বির (২৬), উদয়(২৫), বাপ্পী(২১), নোমান(২৫)। মুমূর্ষ অবস্থায় উদ্ধারকৃতরা হচ্ছেন- শেওলিয়া পাড়ার আসিফ (২৫), কুমিল্লার ফয়সাল (২৩), ফরহান(২৫), ইফতেকার ইসলাম (২৩)।

 এদিকে কোস্টগার্ড, নৌবাহিনী উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কাজী হারুন অর রশিদ ও সেন্টমার্টিন লেঃ শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে উদ্ধার কর্মীরা দ্রুত সাগরে নেমে পড়ে। উদ্ধার অভিযান শুরু করে। বর্তমানে ২৪ জন পুলিশ হেফাজতে রয়েছে।

উল্লেখ্য, ২০০৬ সালে টুরার মাথা নামক স্থানে ফুটবল খেলতে নেমে  ২ বুয়েট ছাত্রের সলিল সমাধি ঘটেছিল।

Exit mobile version