parbattanews

সৈকতে প্রস্রাব করলে ৭৩ হাজার টাকা জরিমানা

দ্যা টাইমস ও ডেইলি মেইলের তথ্যের ভিত্তিতে জানা যায়, স্পেনের গ্যালিসিয়া অঞ্চলের শহর ভিগোরের আইন প্রণেতারা আইন করেছে যে সৈকতে ঘুরতে গিয়ে সাগরের পানিতে কোনো পর্যটক প্রস্রাব করে ধরা পড়লে ৭৩ হাজার টাকা জরিমানা দিতে হবে।

আরও জানা যায়, ওই সমুদ্র সৈকতের পানিতে প্রস্রাব করাকে ‘স্বাস্থ্যবিধি ও স্যানিটারি নিয়মের লঙ্ঘন’ বলে ঘোষণা দিয়েছে স্থানীয় সিটি কাউন্সিল। পাশাপাশি পর্যটনের মৌসুমে আরও বেশি পাবলিক টয়লেট স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।

শুধু তাই নয়, সৈকতে গ্যাস সিলিন্ডার কিংবা বারবিকিউ নিয়ে গেলে জরিমানার মুখে পড়তে হবে। এমনকি সাবানের ব্যবহারও নিষিদ্ধ। এছাড়া সমুদ্রে বিকিনি পরিহিত পর্যটকদের সতর্ক করা হয়েছে এবং মদ খাওয়ার সীমাবদ্ধতার বিষয়েও নতুন আইন করা হয়েছে।

Exit mobile version