parbattanews

সৈকত ছাতা মার্কেটে পুড়ে গেছে ১৮টি দোকান

 

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজার সৈকত ছাতা মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে ১৮টি দোকান। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী ও স্থানীয়রা।

জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে লাবণী পয়েন্টের ৬নং ছাতা মার্কেটে শাহজাহানের বার্মিজ সামগ্রীর দোকানে আগুনের সূত্রপাত হয়।

পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে ৬নং ছাতা মার্কেটে অবস্থিত ১৮টি দোকান পুড়ে যায়।

লাবণী ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান জানান, ৬নং ছাতার নিচে ১৮টি দোকান ছিল। সব দোকানের মালামাল পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি কোটি টাকা ছাড়িয়ে যাবে ধারনা করা হচ্ছে। ব্যবসায়ীরা একেবারে নিঃস্ব হয়ে গেছে। দমকল বাহিনী দ্রুত সাড়া না দিলে আরও দোকান পুড়ে যেত।

Exit mobile version