parbattanews

সোনাইছড়িতে খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পে উপকারভোগীদের মধ্যে অর্থ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:

নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে খাদ্য নিরাপত্তা জোরদারকরণ ও পুষ্টিমান উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগীদের মধ্যে অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকালে দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তার লক্ষ্যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) এর অর্থায়নে এনজিও সংস্থা ‘এনজেড একতা মহিলা সমিতি’ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহান মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রকল্পের ৩৯জন উপকারভোগীর হাতে প্রকল্পের অর্থ তুলে দেওয়ার মাধ্যমে কর্মসূচির উদ্ভোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. শফিউল্লাহ বলেন, গ্রামীণ উন্নয়নে সরকার অনেক কাজ করছে। সরকারের পাশাপাশি সামাজিক নিরাপত্তায় সব এনজিওকে একসঙ্গে কাজ করতে হবে। এতে এলাকায় দ্রুত উন্নয়ন সম্ভব হবে।

পিডিও সানজিদা আক্তার রুনার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডোনারের প্রতিনিধি উদায়ন ভিসা, একতার প্রজেক্ট ডিরেক্টর পারভিন আক্তার, প্রজেক্টর কো-অডিনেটর হেলাল উদ্দিন, প্রজেক্ট মনিটর নওশার আহমেদ, আবুল হাসেম, বাচিং চাক প্রমুখ।

Exit mobile version