parbattanews

সোনাইছড়িতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

নিহত ম্রাছিং অং মারমার ছবি

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমনে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ মে) ভোর ৫টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম ম্রাছিং অং মারমা (৫৫)। তিনি সোনাইছড়ি ইউনিয়নের হেডম্যানপাড়ার বাসিন্দা মৃত হলারী মার্মার মেয়ে।

সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহান মার্মা জানান, রবিবার ভোররাতে নিজ খামারবাড়িতে যাওয়ার পথে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হেডম্যানপাড়ার দক্ষিণ দিকে হাকিম আলীর জমি এলাকায় গেলে ৪-৫টি বন্যহাতির সামনে পড়ে কৃষক ম্রাছিং অং। এসময় বন্যহাতির পাল তার মুখ ও বুকের উপর পারালে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সোনাইছড়ি পুলিশ ফাঁড়ি ইনচার্জ খায়রুল ওয়ারা রবিন জানান, বন্য হাতির হামলা হওয়ায় পরিবারের কারও আপত্তি না থাকায় সুরুতহাল রিপোর্ট তৈরি করে কৃষক ম্রাছিং এর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Exit mobile version