parbattanews

সোনাইছড়ি খালের উপর শীঘ্রই নির্মাণ হচ্ছে ব্রিজ

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলার সব চেয়ে অবহেলিত জনপদ কাউয়ারখোপ মনিরঝিল এলাকা পরিদর্শন করেছেন রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম। এসময় তিনি উক্ত এলাকার হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দাবী মনিরঝিল টু রামু উপজেলা পরিষদ সংযোগ সড়কের সোনাইছড়ি খালের উপর ব্রিজ নির্মাণের পরিমাপ ও স্থান পরিদর্শন করেন।

এরপর তিনি পশ্চিম মনিরঝিল বটতলা থেকে রাবার ড্যাম হয়ে সিকান্দের পাহাড় পর্যন্ত সোনাইছড়ি খালের উত্তর পাড়ে বেড়িবাঁধ কাম রাস্তা নির্মাণের জন্য স্থানও পরিদর্শন করেন।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনা সরকার রাষ্ট্রে থাকা মানেই বাংলাদেশ উন্নয়নে বয়ে যাওয়া। তারই ধারাবাহিতকায় নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে মনিরঝিল এলাকায় অভূতপূর্ব উন্নয়ন করা হবে। তিনি শীঘ্রই রামু-কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের সহযোগিতায় সোনাইছড়ি খালের উপর ব্রিজ নির্মাণের প্রক্রিয়া শুরু করবেন বলে আশ্বাস প্রদান করেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১ টায় তিনি মনিরঝিল এলাকায় পৌঁছলে এলাকার শত শত মানুষ তাকে স্বাগত জানান।

এসময় উপস্থিত ছিলেন রামু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জোবায়ের হাসান, প্রবীন আওয়ামীলীগ নেতা তৈয়ব সিরাজ, রমিজ আহমদ, রামু উপজেলা যুবলীগ নেতা ওসমান গনি, কাউয়ারখোপ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ তারেক, মোঃ হোসেন মেম্বার, জহির মেম্বার, জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাংগঠনিক সম্পাদক সার্ভেয়ার মো, সিরাজুল ইসলাম, মনিরঝিল সি.আই.জি ফসল-২ কৃষি সমবায় সমিতির সাধারণ সম্পাদক এস এম আব্দুল মালেক, মাস্টার কবির আহমদ, সমাজ কর্মি ওসমান সরওয়ার আলম, আবু ফয়েজ, রামু উপজেলা বাস্তহারালীগের সহ সভাপতি শাহেদুল ইসলাম, মোঃ মালেক, মোঃ মোস্তাক, বদি আলম, মোঃ রফিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Exit mobile version