parbattanews

সোনাদিয়া চ্যানেলে স্পিডবোট ডুবে একজনের মৃত্যু

প্রতীকী ছবি

বঙ্গোপসাগরের কক্সবাজারের মহেশখালী দ্বীপের উপ দ্বীপ সোনাদিয়া চ্যানেলে স্পিডবোট ডুবে মফিজুর রহমান (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি নাইক্ষ্যংছড়ি ১১, বিজিবি’র রেশন ঠিকাদারের স্টোরকিপার ছিলেন।

জানা গেছে, ১২ সেপ্টেম্বর দুপুর দেড়টায় কক্সবাজার ৬নং ঘাট থেকে স্পিডবোটে ৪ জন যাত্রী নিয়ে সোনাদিয়ার উদ্দেশে রওনা দেয়। কক্সবাজারের বাঁকখালীর মোহনা পার হয়ে সোনাদিয়া চ্যানেলে প্রবেশ করতে একটি ডুবো চরে তাদের বোটটি নিয়ন্ত্রন হারিয়ে ডুবে যায়।

এসময় ২ জন যাত্রী সাতঁরিয়ে কূলে উঠে। অন্য ২ জনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। ইয়াসিন নামক অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার ।

এদিকে ঘটনার পর পর সোনাদিয়া দ্বীপে অপর ২ জনকে উদ্ধার করতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছেন।

Exit mobile version