parbattanews

সোনাদিয়া দ্বীপে অস্ত্রসহ ৩ জলদস্যু আটক

মহেশখালী প্রতিনিধি :
মহেশখালীর সোনাদিয়ার দ্বীপ  থেকে  অস্ত্রসহ  ৩ জলদস্যু আটক করেছে পুলিশ। আটককৃতরা কক্সবাজার জেলার কুতুবদিয়া ও চকরিয়া উপজেলার পেশাদার জলদস্যুবলে জানান পুলিশ।

ঘটনাসুত্রে জানা যায়, ঈদুল আযহাকে সামনে রেখে ২৬ আগস্ট গভীর রাত্রে একদল পেশাদার জলদস্যুরা সাগরে মাছ আহরণ করে ফিরতি ফিশিং ট্রলার ডাকাতি উদ্দেশ্য কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া নাগু মেম্বারের বাড়ীর পশ্চিম পার্শ্বের ঝাউবাগানে অস্ত্র মজুদ করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার একদল পুলিশ সোনাদিয়া দ্বীপে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ঝাউবাগান থেকে ২টি অস্ত্র ৫ রাউন্ড গুলিসহ ৩ জলদস্যুকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ৭/৮ জন জলদস্যু পালিয়ে যায় বলে পুলিশ সুত্র জানায়।

আটককৃত জলদস্যুরা হলেন  মো. রমিজ আহাম্মদ(৪৮), পিতা-মৃত নজির আহাম্মদ, সাং-উত্তর ধুরং মিয়ারা কাটা, থানা-কুতুবদিয়া, ২। মো. আমিন(৫০), পিতা-মৃত ছিদ্দিক আহাম্মদ, সাং-মিয়ারাকাটা(উত্তর ধুরং), থানা-কুতুবদিয়া, ৩। মো. নবী(৪২), পিতা-ফজল আহাম্মদ, সাং-পালাকাটা, থানা-চকরিয়া। মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার জানান, আটক জলদস্যুদের বিরুদ্ধে

১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯-অ, ও ৩৯৯/৪০২দঃবিঃ আইনে পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে। পেশাদার জলদসুদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Exit mobile version