parbattanews

সৌদির আল-হিলালে নয় রিয়াল মাদ্রিদেই থাকছেন মদ্রিচ

সৌদি আরবের ক্লাব আল-হিলাল দলে ভেড়াতে চেয়েছিল মদ্রিচকে। কিন্তু লুকা মদ্রিচকে বলা যায় রিয়াল মাদ্রিদের ঘরের ছেলে। ২০১২ সাল থেকে এই ক্লাবটির হয়েই খেলছেন এই ক্রোয়েট তারকা। বয়স ৩৮ ছুঁই ছুঁই, এখনো তরুণদের সঙ্গে সমান তালে লড়াই করে যাচ্ছেন মদ্রিচ। যে কারণে আল হিলালে নয় আরো এক মৌসুমের জন্য তার সঙ্গে চুক্তি করেছে রিয়াল। অর্থাৎ ২০২৪ সালের জুন পর্যন্ত রিয়ালের হয়েই খেলবেন তিনি।

মঙ্গলবার (২৭ জুন) নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে মদ্রিচের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল। চলতি জুনের শেষেই রিয়ালের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হতো।

তার সামনে ছিল বার্ষিক ১০০ মিলিয়ন ইউরোর লোভনীয় প্রস্তাব। কিন্তু শেষ পর্যন্ত রিয়ালে থাকার সিদ্ধান্তই নিলেন ২০১৮ সালের ব্যালন ডি’অর বিজয়ী এই তারকা।

২০১২ সালে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন মদ্রিচ। তখন থেকেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি।

রিয়ালের হয়ে খেলেছেন ৪৮৮টি ম্যাচ, জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগাসহ মোট ২৩টি শিরোপা।

Exit mobile version